যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাপানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এ উপলক্ষ্যে ১৯৫২ ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ এবং পুরাণ ঢাকার চকবাজারে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনটির সদস্য লাজু হাসান লাইজুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বাবায়ক মাজহারুল ইসলাম মাসুম।
উপস্থিত অতিথির মধ্যে আন্তর্জাতিক মার্তৃভাষা নিয়ে আলোচনায় অংশ নেন, জাপান জাতীয় পার্টির সভাপতি নবিউল্লাহ আসিফ, বাংলাদেশ থেকে আগত ব্যাডমিন্টন ফেডারেশনের কোচ এনায়েত উল্লা খান, জাপান মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক লাভলী মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি সোহেল রানাসহ জাপান ছাত্রলীগের কর্মীরা।
আব্দুল্লাহ আল মামুন/২৪ ফেব্রুয়ারি, ২০১৯/টোকিও, জাপান