Site icon দ্বিপ্রহর ডট কম

ফেসবুকে ভুয়া প্রশ্ন বিক্রির সময় কিশোর আটক

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে নেত্রকোণায় মহসিন আলম সাজু (১৮) নামে এক কলেজছাত্র আটক হয়েছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকালে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) রঞ্জন বড়ুয়া মামলাটি দায়ের করেছেন। পরে ওই কলেজ শিক্ষার্থীকে নেত্রকোণা মডেল থানায় সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শোভন খান নেত্রকোণা পৌর শহরের সাতপাই বিলপাড় এলাকার একটি ছাত্রাবাস থেকে সাজুকে আটক করেন।

সাজু নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের ছেলে। সে নেত্রকোণা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

এদিকে মামলার বরাত দিয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন তৈরি করে মহসিন ফেসবুকে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করেছে।

Exit mobile version