Site icon দ্বিপ্রহর ডট কম

১০ মিনিটের মধ্যেই ডিলেট হবে মেসেঞ্জারে পাঠানো বার্তা

এবার হোয়াটস অ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারে পাঠানো বার্তাও ডিলেট করা যাবে। সামাজিক মাধ্যম ফেসবুক সম্প্রতি তাদের মেসেজিং অ্যাপে ‘আনসেন্ড’ অপশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে কাউকে কোনও বার্তা পাঠানোর ১০ মিনিটের মধ্যে প্রেরক তা ‘চ্যাট থ্রেড’ থেকে ডিলেট করতে পারবেন।

ডেইলি ন্যাশন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়ে, বুধবার থেকেই এই নতুন ফিচার চালু হয়ে যাচ্ছে। আইওএস ও অ্যান্ড্রয়েডে মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন আপডেটের সঙ্গে সঙ্গেই এই নতুন ফিচার আপনা-আপনিই সংযোজিত হয়ে যাবে।

এক্ষেত্রে সংস্থার আরেকটি বহুল প্রচারিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এর মতো এখানেও ব্যবহারকারীর কাছে দুটি অপশন দেওয়া হবে- একটি ‘রিমুভ ফর ইউ’, অন্যটি ‘রিমুভ ফর এভরিওয়ান’।

দ্বিতীয় বিকল্পটি বেছে নিলে, যাকে বা যাদের সেই মেসেজ পাঠানো হয়েছিল, ‘চ্যাট থ্রেড’-এ তিনি বা তারা দেখবেন ‘মেসেজ ডিলিটেড’। ঠিক যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয়। ফেসবুকের ফটো মেসেজিং অ্যাপ ‘ইনস্টাগ্রাম’-এও ‘আনসেন্ড’ ফিচার রয়েছে। যেখানে ব্যবহারকারীরা ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে সকল অংশগ্রহণকারীকে পাঠানো মেসেজ ডিলেট করতে পারেন।

Exit mobile version