Site icon দ্বিপ্রহর ডট কম

ইজতেমায় পেছাল এসএসসির তিন পরীক্ষা

বিশ্ব ইজতেমার কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নিতে রোববার শিক্ষাবোর্ডগুলো থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার কারণে আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে দেয়া পরীক্ষাগুলোর মধ্যে ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

এ বছর তাবলিগ জামাতের ইজতেমা এক পর্বে চার দিনে শেষ হবে। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা অনুষ্ঠিত হবে।

ঢাকায় ধর্মীয় মাহফিলের কারণে এর আগেও পরীক্ষা পেছানোর নজির ছিল। গত বছর নভেম্বরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসা সংশ্লিষ্টদের শোকরানা মাহফিলের কারণে একদিনের জেএসসি ও জেডিসি পরীক্ষা পেছানো হয়েছিল।

Exit mobile version