পিছিয়ে পড়া বাংলাদেশের গ্রামীণ মহিলাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে দ্বিতীয় চ্যারিটি বাজার করেছে বাংলাদেশ ওমেন‘স অ্যাসোসিয়েশন জাপান।
রোববার রাজধানী টোকিওর একটি হলে এ চ্যারিটি বাজারের আয়োজন করে সংগঠনটি।
আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি জেসমিন সুলতানা অনুষ্ঠানের মূল বক্তব্য রাখেন এবং বিগত দিনের কাজকর্মের একটি প্রমান্য চিত্ৰ তুলে ধরেন। এছাড়া মেলায় আয়কৃত অর্থ গ্রামীণ নারীদের উন্নয়নে ব্যয় করা হয় বলেও জানান তিনি।
তনুশ্রী গোলদার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রুমানা সুসান সোমা ও সেক্রেটারী সূবর্না নন্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
বিশেষ অতিথি ছিলেন জাপানস্থ লেবাননের রাষ্ট্রদূত নিদাল ইয়াহিয়া এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত, জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাতসুশিরো হোরিগুচিসহ দূতাবাস কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানের শেষাংশে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন স্বরলিপি কাল্চারাল গ্রুপ।
আব্দুল্লাহ আল মামুন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৯/টোকিও, জাপান