Site icon দ্বিপ্রহর ডট কম

বিএসএমএমইউতে সরস্বতী পূজা উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। পরিষদের উদ্যোগে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনায় যথাযোগ্য মর্যাদায় রোববার শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এ পূজা উদযাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এ ব্লক সংলগ্ন সার্বজনীন উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, সরস্বতী পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সাধারণ সম্পাদক ডা. দেবতোষ চন্দ্র পালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিকেল টেকনোলজিস্ট ও সকল পর্যায়ের কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের এ ব্লক সংলগ্ন বটতলায় আয়োজিত এই পূজা উৎসবে ছিল পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, অতিথি আপ্যায়ন, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

Exit mobile version