নিজস্ব প্রতিবেদক: নতুনভাবে ভিসা নিয়ে জাপানে প্রবেশ করতে এখন থেকে বিদেশি কর্মীদের মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে এমন পরিকল্পনা করছে দেশটির বিচার মন্ত্রণালয় পরিকল্পনা করছে। কোনো এক সূত্র এমন তথ্য দিয়েছে দেশটির জাপানটাইমস পত্রিকাকে।
সূত্র জানায়, এই ধরনের বিদেশী কর্মীদের ডাক্তারদের কাছ থেকে নিশ্চিত করতে হবে যে, তারা রক্তচাপের মাত্রা এবং অন্যান্য অবস্থার পাশাপাশি ত্বক পরীক্ষা চলাকালীন স্থিতিশীল ও অবিরামভাবে কাজ করতে সক্ষম।
জানা গেছে, চিকিৎসা সার্টিফিকেটের ফর্মগুলি জাপানী, ইংরেজি এবং ভিয়েতনামিসহ ১১ টি ভাষায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।
এই সার্টিফিকেট ইমিগ্রেশন এজেন্সির কাছে জমা দিতে হবে, যা সরকার আগামী মাসের মধ্যেই করতে প্রস্তুত করে মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ব্যুরোকে আপগ্রেড করে দিতে পারে ।
বিদেশি কর্মী সংকটের কারণে জাপান আগামী মাসে নতুন ভিসা চালু করবে। মন্ত্রণালয় জানায় যে, অনুমোদিত বিদেশি নাগরিকরা নতুন ভিসার অধীনে জাপানে কাজ করার জন্য শারীরিকভাবে স্বাস্থ্যবান কিনা নিশ্চিত করতে হবে।
গত পাঁচ বছরে ১ হাজার ৫৩০ জন বিদেশী বাসিন্দাদের মধ্যে যক্ষ্মা রোগটি বেড়েছে, যা গত পাঁচ বছরে প্রায় ১ দশিমক ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। জাপানের বিদেশি বাসিন্দাদের মধ্যে এই রোগটি ছড়িয়ে পড়ছে।
যারা স্বল্প বা দীর্ঘমেয়াদি জাপানে থাকার পরিকল্পনা করছে; দেশটির সরকার দেশটিতে আসার আগেই টিউবারকুলোসিস পরীক্ষা করে নিতে উৎসাহিত করছে।
