জাপানে ব্রহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাবাসীদের নিয়ে গঠিত হয়েছে বাঞ্ছারামপুর সোসাইটি, জাপান।
রোববার রাজধানী টোকিওর একটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানের মাধ্যমে আগত বাঞ্ছারামপুর সোসাইটির সবাই নিজ জেলার উন্নয়নে একত্ববোধ থেকে কাজ করতে ঐক্যমত পোষণ করে। ভবিষ্যতে নিজ উপজেলার উন্নয়নে কি কি করণীয় এবিষয়েও আলোচনা করেন সবাই। পাশাপাশি একে অপরের সুখ-দু:খে পাশে থেকে নিজে উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মো: আক্তার , বাবু, মো:মনির হোসেন মো:,সোহেল খান, মো: কামরুল ইসলাম শিপু, মো: হুমায়ন কবির , নকির আহাম্মেদ . পারভেজ ,পলাশ, তানজিলা ইসলাম পদ্ম, নিপা খান , মো: আশিকুল ইসলাম রাজিব, রহিমা জান্নাত শম্পা, ফারজানা রিমিসহ আরো অনেকে ।
আব্দুল্লাহ আল মামুন/০৩ মার্চ, ২০১৯/টোকিও, জাপান