Site icon দ্বিপ্রহর ডট কম

টোকিওতে নৌকা রেস্তোরা পুড়ে গেছে

জাপানের টোকিওর আরাকাওয়া নদীর উপর নির্মিত নৌকা রেস্তোরাঁটি বুধবার সন্ধ্যায় পুড়ে গেছে।

বুধবার সন্ধ্যা ৫টার দিকে রেস্তোরাঁটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সেখানে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোয়া দেখা যায়। এর কিছু সময় পরেই নৌকাটিতে তীব্র আগুন লেগে যায়।

পুলিশ জানায়, রেস্তোরাঁটিতে চার জন কর্মী ছিলেন, যারা প্রত্যেকেই নৌকাটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন, তবে একজন আহত হন। আহত কর্মী হাসপালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এছাড়া হতাহতের কোনো খবর মেলেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে নৌকাটি সম্পূর্ণই পুড়ে গেছে ।

খবর : এনএইচকে ওয়ার্ল্ড জাপান।

Exit mobile version