Site icon দ্বিপ্রহর ডট কম

টোকিওতে প্রবাসীদের সাকুরা উৎসব

জাপানের রাজধানী টোকিওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আসুকাইয়ামা উদ্যানে বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাকুরা উৎসব।

বছরের ঠিক এ সময়টায় বৃহত্তর টোকিওর কানতো অঞ্চলের গাছগুলো সব গোলাপি রং ধরে। থোকায় থোকায় শুধু চেরি ফুল, গাছে পাতার অস্তিত্বই খুঁজে পাওয়া ভার।

গত রোববার (২৪ মার্চ) উৎসবের আয়োজন করে সামাজিক সংগঠন কন্যা-জায়া-জননী। সাকুরা উৎসেবর পাশাপাশি স্বাধীনতা দিবসও উদযাপন করে সংগঠনটি।

সাকুরা উৎসবটিতে টোকিও ও আশপাশ শহরে বসবাসরত কয়েকশ বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে দুপুরের আগে থেকেই মানুষের ভিড় জমতে থাকে।

চেরি বা সাকুরা গাছের নিচে সকলে বিশেষ করে ভাবিরা ইচ্ছেমতো ফটোশুট করেন হরেক রঙের শাড়ি-চুড়ি ও মাথায় সাকুরা ফুল লাগিয়ে। ছোটদেরও আনন্দের কোনো কমতি ছিল না। মেয়েরাও মায়েদের থেকে পিছিয়ে ছিল না, মাথায় ফুল লাগিয়ে নানা রঙে ঢঙে ছবি তোলে।

রৌদ্রোজ্জ্বল দিনে এ বছর যেমন আবহাওয়া খুব সুন্দর ছিল তেমনি গাছ ভরা ছিল সাকুরা। সারা জাপানে বাঙালিরা এই বছর সাকুরা উৎসব দলে দলে উপভোগ করেন।

পার্ক জুড়ে ছিল নাচ-গান, আড্ডা এবং খাওয়া দাওয়ায়। এসময় বাংলা গান নিয়ে মেতে ওঠেন স্বরলিপি অ্যাকাডেমী, জাপানের সদস্যরা। প্রথমে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। তারপর শিল্পীদের পরিবেশিত গানে উপস্থিত প্রবাসীদের মুগ্ধ করে তোলে। তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।

সর্বস্তরের প্রবাসীরা দিনভর চমৎকার আয়োজনটি উপভোগ করেন।

নানান আয়োজনের শেষে সন্ধ্যার হিমেল হাওয়ায় মানুষ ঘরমুখী হতে শুরু করেন। লিপিকা চৌধুরী ও জালাল-জাবেদ দম্পতি গত সাত বছর ধরে এই আয়োজন করে আসছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এই বিশাল আয়োজনকে সার্থক করে তুলেছে।

আব্দুল্লাহ আল মামুন/২৫ মার্চ, ২০১৯/টোকিও, জাপান

Exit mobile version