নবগঠিত বাংলাদেশ যুব মহিলা লীগ, জাপানের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
রোববার রাজধানী টোকিওর একটি হলে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে সংগঠনটি।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সংগঠনটির আহ্বায়ক রুমানা হাওলাদার তার কমিটির সবাইকে নিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ নাজমা আক্তারের সাথে বিভিও কনফারেন্সে কথা বলেন।
নাজমা আক্তার সব সময় যুব মহিলালীগ জাপান শাখার পাশে থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি যুব মহিলা লীগের সবাই কেন্দ্রীয় নেত্রীর ডাকে সব সময় সাড়া দেবে বলে কথা দেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ।
যুব মহিলা লীগ জাপান শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন, জান্নাতুল ফেরদেীস পিংকী, ইসরা ইসলাম, মায়া ব্যাপারী।
আব্দুল্লাহ আল মামুন/১১ মার্চ, ২০১৯/টোকিও, জাপান