সাইতামা প্রিফেকচারে ৪০ বছর বয়সী এক বাংলাদেশী মহিলা তার নিজ ঘরে নিহত হয়েছেন। ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৮ মার্চ সন্ধ্যায় পুলিশ তার স্বামী শাহাদাত হোসেন (৫১)কে আটক করে, ছুরি দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সাংবাদিকদের বলেছে, শাহাদাত গত সোমবার তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর নিজে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে তকে হাসপাতালে পাঠায়।
শামীমা আকতার (৪০) সাইতামাতে একটি অ্যাপার্টমেন্টে বাস করতেন। তার ভাই তার নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পুলিশকে খতিয়ে দেখতে অনুরোধ জানালে হত্যাকান্ডের ঘটনা প্রকাশ পায়।
মার্চের ৭ তারিখ বৃহস্পতিবার আকতারের ভাই পুলিশকে জানান তিনি এই দম্পতির সাথে যোগাযোগ করে পাচ্ছেন না। পুলিশ অনুসন্ধানে নেমে জানতে পারে টোকিও’তে ট্রেনে এক ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে এবং তিনি হাসপাতালে রয়েছেন, তিনিই শাহাদাত হোসেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
৮ মার্চ শুক্রবার ভোরে পুলিশ দম্পতির বাড়িতে অভিযান চালালে আকতারের মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে।
শাহাদাত হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ হত্যাকান্ডের বিস্তারিত কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
পাশের একটি কক্ষে বসবাসরত ৮০’র কোঠায় বয়সী এক ব্যক্তি জানান “হত্যাকান্ড সংঘটিত হওয়া কক্ষে এক বিদেশী দম্পতি থাকতেন, আমি খুবই অবাক হচ্ছি কেননা তাদের মধ্যে বেশ মিল ছিলো বলেই মনে হতো।”
সূত্র: এনএইচকে।
এনএইচকে ভিডিও লিংক: https://www3.nhk.or.jp/lnews/saitama/20190308/1100004889.html