Site icon দ্বিপ্রহর ডট কম

টোকিওতে বসন্ত উৎসব উদযাপন

নাচে-গানে সপ্তম বসন্ত উৎসব উদযাপন করেছে জাপানে বসবাসরত বাংলাদেশিরা।

রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ আর্ট ফোরাম।

অনুষ্ঠানে নাচ-গান আর অভিনয়ে দর্শকদের মাতিয়ে তুলেন সাংস্কৃতিক সংগঠন উত্তরণ কালচারাল গ্রুপ, স্বরলিপি একাডেমী ও প্রবাসী শিল্পীরা।

দর্শকের হৃদয় জয় করে নেওয়া এ অনুষ্ঠানে বাংলা নাচ-গানের সঙ্গে ছিল জাপান প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ঐতিহ্যবাহী পুলি, ভাপা, দুধ চিতই, পাটিসাপটা, জিলাপি ও সাজের পিঠাসহ হরেক রকমের পিঠার পসরা সাজিয়েছিলেন সর্বস্তরের বাংলাদেশি নারীরা।

তানিয়া মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার শাহিদা আক্তার, জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী এবং প্রবাসীরা।

আব্দুল্লাহ আল মামুন/ ২ এপ্রিল, ২০১৯/ জাপান, টোকিও

Exit mobile version