নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ধর্মী আলোচনা সভা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ পাঠ’ আয়োজন করেছে জাপানে অবস্থিত বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার বিকেলে রাজধানী টোকিওতে পাক্ষিক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে ছিলেন, জাপান ছাত্রলীগের কর্মী সুমন্ত মজুমদার ও সুমন ফকির।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান। এছাড়াও আলোচনা করেন, জাপান আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য লাজু হাসান, জাপান যুবলীগের সভাপতি বি এম শাজাহান, জাপান মহিলালীগের আহবায়ক লাভলী মোস্তফা, কৃষকলীগের সভাপতি সোহেল রানা এবং স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, ছাত্রলীগের সাদেকুল আমানসহ আরো অনেকে।
০৭ এপ্রিল, ২০১৯/টোকিও, জাপান