Site icon দ্বিপ্রহর ডট কম

বিসিসিআইজে’র বার্ষিক সাধারণ সভা

বার্ষিক সাধারণ সভা করেছে জাপানে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান (বিসিসিআইজে)।

শনিবার রাজধানী টোকিওতে  এ সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। তিনটি ভাগে এ সাধারণ সভা করা হয়। প্রথম অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক রাবাব ফাতিমা।

এসময় তিনি সংগঠনটিতে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে গতানুগতিক ব্যবসার পাশাপাশি উৎপাদনমুখী ব্যবসা প্রসারের আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

সভায় বিসিসিআইজে’র পরবর্তী নির্বাচনসহ আয়-ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা জিয়াউল হক জিয়া, সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর হাসান আরিফ, প্রথম সচিব বেলাল হোসেন, সংগঠনটির সহসভাপতি শেখ মনজুর মোর্শেদ, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আহসান শামীম (জোসেফ), সাংগঠনিক সম্পাদক কাজী এনামুল হক, কোষাধ্যক্ষ ঠাকুর গুল মোহাম্মদ (মনি), সংস্কৃতি ও প্রচার সম্পাদক মো. সানাউল হক, নির্বাহী সদস্য মীর রেজাউল করিম, চেীধুরি শাহিন, মিজানুর রহমান শাহিনসহ সাধারণ সদস্যরা।

আব্দুল্লাহ আল মামুন/১৩ এপ্রিল, ২০১৯/টোকিও, জাপান

Exit mobile version