বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ৯৯ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশ কৃষকলীগ, জাপান।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে দিবসটি পালন করে সংগঠনটি।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা দিবস নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত অনেকেই। সবশেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
অনুষ্ঠানে জাপান ছাত্রলীগ নেতা ছাদেকুল আমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক সোহেল রানা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী এবং জাপান আওয়ামীলীগের উপদেষ্টা সাকুরা সাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতালের আয়ুবশাহ প্রিন্স, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব বেলাল হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জাপান ছাত্রলীগ।
আব্দুল্লাহ আল মামুন/ ১ এপ্রিল, ২০১৯/টোকিও, জাপান