নিজস্ব প্রতিবেদক: জাপানে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বিশতম বৈশাখী মেলা ১৪২৬ ও কারি ফেস্টিভ্যাল।
রোববার রাজধানী টোকিওর প্রাণকেন্দ্র হিগাসি ইকেবুকুরো সেন্ট্রাল পার্কে বাংলাদেশিদের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রবাসী বাঙ্গালীদের মিলনমেলায় পরিণত হয়।
নতুন বছরকে বরণ করতে ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা এ মেলায় অংশগ্রহণ করে। শুধু প্রবাসীরাই নয়, এ মেলায় স্থানীয় জাপানি অতিথি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিকরা স্বত্ব্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
বিভিন্ন নাচে-গানে দিনভর মাতিয়ে তোলে জাপানে অবস্থিত বিভিন্ন কালচারাল সংগঠনের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। মেলায় উপস্থিত ব্যাক্তিরা বাংলা খাবারের বাহারি স্টলসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আনন্দ-উচ্ছাসে মেতে উঠে দর্শনার্থীরা।
মেলায় বড়দের উন্মুক্ত অনুষ্ঠান, ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, আবৃত্তি, অভিনয়, কৌতুক ইত্যাদি। বাংলা নববর্ষ উপলক্ষে জাপানি নৃত্যদল কর্তৃক নৃত্য পরিবেশন জাপানে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের স্টলে নিজেদের পণ্য নিয়ে হাজির হয়।
আব্দুল্লাহ আল মামুন/২১ এপ্রিল-২০১৯/জাপান, টোকিও।