Site icon দ্বিপ্রহর ডট কম

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। জাপানের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পথে ৮ জুন ভোরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ১২ ঘণ্টার যাত্রাবিরতি নিয়ে একই দিন স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায়, ফিরতি পথে তার সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

সূত্র জানায়, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাশিকো আবে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন। জাপানে হোটেল নিউ ওটানিতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সেখানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। আগামীকাল সকালে জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এরপর হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে নিক্কেই কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। শুক্রবার সকালে বিমানের এক ভিভিআইপি ফ্লাইটে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের রাজধানী জেদ্দার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Exit mobile version