Site icon দ্বিপ্রহর ডট কম

রোজার পর ভিন্ন মতাবলম্বী ৩ বিশেষজ্ঞের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি সরকার

রোজার পর ভিন্ন মতাবলম্বী ৩ বিশেষজ্ঞের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি সরকার

রিয়াদ: পবিত্র রমজান মাসের পর সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী তিন বিশেষজ্ঞের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তিনজনই বর্তমানে সৌদি কারাগের কনডেম সেলে রয়েছেন।

সমালোচকরা বলছেন, আলেম ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের যে দমন-পীড়ন অভিযান চলছে তারই অংশ হিসেবে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। খবর পার্স টুডের।

সৌদি সরকারের দুটি সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক অনলাইন গণমাধ্যম মিডল ইস্ট আই বলেছে, এই তিন বিশেষজ্ঞ হচ্ছেন শেখ সালমান আল-কুদা, শেখ আওয়াদ আল-কারনি ও আলী আল-ওমারি।

কুদা হলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের সহকারী মহাসচিব। এ সংগঠনকে রিয়াদ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর তাকে সৌদি সরকার আটক করে। তার পরিবারের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সৌদি সরকার।

আওদাকে গত বছরের অক্টোবর মাস থেকে বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ করার অনুমতি দেয়া হচ্ছে না।

Exit mobile version