নিজস্ব প্রতিবেদক: জাপান আওয়ামীলীগের অনুমোদন ক্রমে আবু সাদাত মো. সায়েমকে আহ্বায়ক করে দেশটির ওসাকা শহরের কানসাই শাখা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার ওসাকা শহরের এক রেস্টুরেন্টে জাপান আওয়ামীলীগের আহ্বায়ক সামছুল আলম ভুট্টো এবং সদস্য এমডি আলাউদ্দিনের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে পাশাপাশি যুগ্ম আহ্বায়ক করা হয়, মাহফুজুল করিম, ওমর ফারুক, মারুফ হক খান, মিঠুন কুমার সাহা এবং সালমান মাহমুদ সিদ্দিকি (রুমান) কে। এছাড়া মো. হারুন অর রশিদকে সদস্য সচিব করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সামছুল আলম ভুট্টু নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ওসাকা আওয়ামীলীগকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, ওসাকা আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির উপদেষ্টা মো. আমিনুর রহমানসহ সেখানকার আওয়ামীলীগের নেতা-কর্মীরা।