Site icon দ্বিপ্রহর ডট কম

গাড়িকে ঠাণ্ডা রাখতে ‘গোবর’!

গাড়িকে ঠাণ্ডা রাখতে ‘গোবর’!

এসি অন করে গাড়িতে উঠলেও অসহনীয় গরম থেকে এ পদ্ধতিতেই মিলতে পারে মুক্তি

ইদানিং গরমটা যেন অন্যান্য যেকোনো সময়কেই ছাপিয়ে গেছে। একটুখানি স্বস্তি পেতে ঘরে এসি, কর্মক্ষেত্রে এসি, গাড়িতে এসি। এসি যেন মানুষের নিত্যসঙ্গী। গরম লাগলে তা মানিয়ে নেয়ার সবরকম ব্যবস্থাই আছে আপনার, তবে হঠাৎ গাড়িতে উঠলে আপনার প্রিয় সঙ্গীটির ভেতর এসি অন করেও লাগছে অসহনীয় গরম।

তবে এ সমস্যা থেকে মুক্তি পেতে ভারতের আহমেদাবাদের এক নাগরিক বের করেছেন এক অভিনব পদ্ধতি। গাড়িকে ঠাণ্ডা রাখতে গোবরের প্রলেপ লাগিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি।

গাড়িটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন করেন রূপেশ গৌরাঙ্গ দাশ নামে এক ব্যক্তি। ‘গোবরের সর্বোত্তম ব্যবহার’ নামে ওই পোস্টটি প্রকাশের সাথেসাথেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে গোটা ভারতজুড়ে।

তবে গাড়ির ওপর এ পদ্ধতি অভিনব মনে হলেও প্রাচীন ভারতে কিন্তু এ পদ্ধতির চল বহুকাল আগে থেকেই। বিশেষ করে মাটির ঘরে গোবর লেপে দেয়ার চিত্র কিন্তু এখনো প্রায়ই দেখা যায়।

Exit mobile version