Site icon দ্বিপ্রহর ডট কম

চালিয়ে দেখার কথা বলে কোটি টাকার ফেরারি নিয়ে চম্পট

চালিয়ে দেখার কথা বলে কোটি টাকার ফেরারি নিয়ে চম্পট

ফেরারি গাড়ি কেনার আগে চালিয়ে দেখতে চাইলেন ক্রেতা। গাড়ির মালিকও চাবি দিয়ে দিলেন। গাড়ি চালু হতেই একটান। আর ফিরে এলেন না সেই ক্রেতা। জার্মানিতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, পুরোনো ফেরারি গাড়ির দাম বাড়তির দিকে দেখে মালিক ঠিক করলেন গাড়িটি বিক্রি করে দেবেন৷ যেই চিন্তা সেই কাজ। বিজ্ঞাপন দিলেন কাগজে ও ওয়েবসাইটে। তা দেখে ওই গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন এক ব্যক্তি৷ গাড়ি দেখার পর পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি৷ গ্রাহক যখন চালকের আসনে বসে গাড়ি চালু করেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক৷ একপর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যান চালকের আসনে বসা সেই ব্যক্তি৷ হতভম্ব হয়ে দাঁড়িয়ে শুধু চেয়ে চেয়ে দেখলেন গাড়ির মালিক৷ অভিনবভাবে ফেরারি গাড়ি চুরির এ ঘটনা ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে৷

মালিক গাড়ি চোরকে ধরতে না পেরে খবর দেন পুলিশে৷ তদন্ত শুরু করলেও চোরকে ধরতে পারেনি পুলিশ৷ গাড়ি নিয়ে পালানোর সময় কোনো চিহ্ন পর্যন্ত রেখে যাননি ওই ব্যক্তি৷ শুধু প্রথম সাক্ষাতে মালিকের সঙ্গে তোলা তার একটি ছবি আছে। সেই ছবি ধরেই চলছে পুলিশে সন্ধান৷

ফেরারি নিয়ে উধাওয়ের সময় ওই ব্যক্তি ছবি ছাড়া কোনো ধরনের চিহ্ন রেখে যাননি। চোরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ৷ ১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি একসময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল৷ গাড়িটির বর্তমান দাম ২ মিলিয়ন ইউরো, বাংলাদেশি টাকায় যা ১৮ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

Exit mobile version