চীনের সাংহাই শহরে একটি বাণিজ্যিক ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার সাংহাইয়ের চেঞ্জনিং জেলার জোহা রোডের ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। এ সময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ধ্বংসাবশেষের নিচ থেকে এ পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১০ জন মৃত। এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
তবে এখন পর্যন্ত আর কেউ ওই ভবনের নিচে চাপা পড়ে আছে কিনা তার খোঁজ করছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।