Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানের মনবুশো স্কলারশীপে আবেদন প্রক্রিয়া


আব্দুল্লাহ আল মাসুদ খান: ১৯৫৪ সালে জাপান সরকার মনবুশো স্কলারশীপ চালু করে। এ পর্যন্ত ১৬০ টি দেশের ৬৫,০০০ ছাত্র-ছাত্রীরা এই বৃত্তি নিয়ে জাপানে উচ্চশিক্ষা নিয়েছে।

২০২০ সালে জাপানের ঐতিহ্যবাহী এই মনবুশো বৃত্তির জন্য মে মাসের ৩ তারিখ সার্কুলার দেওয়া হয়েছে। বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা মোট চারটি ভাগে আবেদন করতে পারবে।

*৪-৬ বছরের জন্যে আন্ডারগ্রাডুয়েট (কমপক্ষে ইন্টারমেডিয়েট/এইচএসসি) পাস হতে হবে। জন্ম হতে হবে ২ এপ্রিল ১৯৯৫ বা এর পরে।

*২ বছরের জন্যে গবেষক (কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি) থাকতে হবে। জন্ম হতে হবে ২ এপ্রিল ১৯৮৫ বা এর পরে।

আবেদনের শেষ তারিখ: ২২ মে ২০১৯।

এছাড়াও রয়েছে ৩ বছরের স্পেশালাইজড ট্রেনিং ও ৪ বছরের কলেজ অফ টেক স্টুডেন্ট ক্যাটাগরি। বিস্তারিত দেখতে ও আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।

https://www.bd.emb-japan.go.jp/itpr_ja/00_000706.html?fbclid=IwAR0IG51t7mAjtJQwrYbjndZdmGldfOT_7kATndmttHHrmre1scm_-paH24o

Exit mobile version