নিজস্ব প্রতিবেদক: জাপান-বাংলাদেশ একসাথে যে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এটা দেখেই বুঝা যাচ্ছে দেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামসুল হক।
গত ১ মে, ২০১৯ বুধবার অ্যাডভোকেট সামসুল হকের জাপান সফর উপলক্ষ্যে টোকিওর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ কৃষকলীগ জাপান শাখা।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সামসুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষকদের বিভিন্ন ভর্তুকির মাধ্যমে সহযোগিতাগুলো সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। এসময় তিনি জাপান কৃষকলীগের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। দেশ সঠিক নের্তৃত্বের হাতে আছে বলেও উল্লেখ করেন। বর্তমানে যেসমস্ত হাইব্রিড নেতা তৈরি হচ্ছে তারা আগের জায়গায় চলে যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের দল-গরীবদের দল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের জন্য কাজ করে। সেটা সাধারণ জনগনকে জিজ্ঞাসা করলেই উত্তর বেরিয়ে আসবে। শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এখন আর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নেই সেটা যারা বলেছে তাদের মূল্যায়ন দেখেই বুঝা যায়। কারণ আমার দেশের মানুষ বলতে পারছে ভালো আছি। আজকে জাপান আমাদের দেশে কাজ করছে সেটাই উদাহরণ।
এসময় তিনি জাপান কৃষকলীগ তথা জাপানের নাগরিকদের বাংলাদেশে যেকোনো প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
সংগঠনটির আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, জাপান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য মোতালেব আয়ুবশাহ, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক লাভলী মোস্তফা, ডা: আব্দুল্লাহ আল মাসুদ খান (টুটুল), নন্দী খোকন কুমার, উত্তম মিত্রা, ডা: শাহরিয়ার সামস সামিসহ সংগঠনটির নেতা-কর্মীরা।