পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। গতকাল সোমবার ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) ইকবাল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন বলেন, ‘গত সোমবার থেকে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্টার বন্ধ রয়েছে। সেখান থেকে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না।’
ইকবাল হোসেন আরও জানান, বাংলাদেশি কর্মকর্তার ভিসা প্রদানে পাকিস্তান সরকারের গড়িমসির কারণে গত সাত মাস ধরে দেশটির বাংলাদেশ হাইকমিশনে কোনো ভিসা কর্মকর্তা নেই।
বাংলাদেশ হাইকমিশনের এই কাউন্সেলর আরও বলেন, ইসলামাবাদে আমারা ভিসা কর্মকর্তা পাওয়া পর্যন্ত কোনো ভিসা দিতে পারছি না।’
পাকিস্তান অবস্থানের জন্য ইকবাল হোসেনের ভিসার মেয়াদ গত ৩০ মার্চ শেষ হয়েছে। কিন্তু বার বার জানানোর পরও ভিসা নবায়নের কোনো ব্যবস্থা নেয়নি পাকিস্তান সরকার। এ ছাড়া তার স্ত্রী ও সন্তানদেরও গত ছয় মাস ধরে ভিসা দেয়নি পাকিস্তান। এ কারণে তারাও দেশটিতে ভ্রমণ করতে পারছেন না।
উল্লেখ্য, গত বছর মার্চে সাকলাইন সায়েদাহকে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দেয় পাকিস্তান। তবে বাংলাদেশ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ছয় মাস আগে হাইকমিশনার হিসেবে অন্য কাউকে নিযুক্ত করার জন্য পাকিস্তানকে মৌখিকভাবে জানানো হয়। তবে বাংলাদেশের ওই আহ্বানে সাড়া দেয়নি পাকিস্তান।