Site icon দ্বিপ্রহর ডট কম

প্রধানমন্ত্রীর জাপান সফরে কৃষকলীগের মতবিনিময় সভা

চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষ্যে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ কৃষকলীগ জাপান শাখা।

রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে মতবিনিময় করে সংগঠনটি।

মতবিনিময় সভায় জাপানে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলী ছাড়াও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেতা কর্মীদের করণীয় এবং নাগরিক সংবর্ধনা উদযাপন কমিটি নিয়েও আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও আলোচনা হয়।

এসময় সংগঠনটির আহ্বায়ক সোহেল রানা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতালেব আয়ুবশাহ প্রিন্স ও সদস্য লাইজু হাসান লাজু, জাপান মহিলালীগের আহ্বায়ক লাভলী মোস্তফা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিলনসহ জাপান আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের  নেতা-কর্মীরা।  

আব্দুল্লাহ আল মামুন/১২ মে, ২০১৯/টোকিও, জাপান

Exit mobile version