Site icon দ্বিপ্রহর ডট কম

বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কমিটি অনুমোদিত

বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কমিটি অনুমোদিত

বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।  গতকাল ৯ই মে বঙ্গবন্ধু পরিষদ জাপান শাখার কার্যকরী পরিষদের কমিটি বঙ্গবন্ধু আদর্শের পরীক্ষিত সৈনিক শেখ এমদাদ হোসেন কে সভাপতি এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মাদ নাহিদ কে সাধারণ সম্পাদক করে অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ডাঃ এস এ মালেক। 

উক্ত কমিটিতে জাপান সরকারের ডিফেন্স উপমন্ত্রী জনাব হিরুশি ইয়ামাদা এম, পি কে প্রধান উপদেষ্টা করা হয়। অন্যান্য উপদেষ্টা মণ্ডলী হলেন জনাব সাতশি ফুজিমারু এম,পি , জনাব প্রফেসর তাকাকি ইশিওকা, জাপান বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারের ইনচার্জ জনাব আকিনবু কিনসিতা এবং জাপান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহফুজুল হক লাল।সহ সভাপতি হিসেবে মিজানুর রহমান ,এম ডি আলাউদ্দিন ,নাসির উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আনোয়ার হোসেন,এম এ মামুন সাংগঠনিক সম্পাদক আল আমীন সহ অনেকে।

Exit mobile version