1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
বাজার থেকে যে ৫২টি পণ্য সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট | দ্বিপ্রহর ডট কম
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

বাজার থেকে যে ৫২টি পণ্য সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১২ মে, ২০১৯
  • ৯১৪ বার পঠিত
বাজার থেকে যে ৫২টি পণ্য সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট

পরীক্ষায় নিম্নমানের বলে প্রমাণিত ৫২টি খাদ্য পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসব খাদ্য পণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাজার থেকে এসব পণ্য সরিয়ে ধ্বংস করা এবং মানের পরীক্ষায় কৃতকার্য না হওয়া পর্যন্ত তার উৎপাদন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের জবাবে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আগামী ১০দিনের ভেতর এসব নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে হবে।

রমজান মাস শুরুর আগে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা ক্রয় করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট বা বিএসটিআই।

এরপর সেসব পণ্য বিএসটিআই-এর ল্যাবে পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে ৫২টি পণ্য ল্যাব পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, চিপস, খাবার পানি, নুডলস, হলুদ ও মরিচের গুঁড়া, আয়োডিন যুক্ত লবণ, লাচ্ছা সেমাই, চানাচুর, বিস্কুট এবং ঘি।

বাজারে ক্রেতাদের কাছে সুপরিচিত বেশ কয়েকটি কোম্পানির পণ্যও রয়েছে এসবের মধ্যে।

বিএসটিআই এসব পণ্যের মান নিয়ে প্রশ্ন তুললেও সেগুলো এখনো বাজারে বিক্রি হচ্ছে।

এসব পণ্য বাজার থেকে সরিয়ে ফেলার বা জব্দ করার কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

ফলে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কনশাস কনজ্যুমার্স সোসাইটি নামে একটি বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা।

সেই রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এই আদেশ দিলেন।

ঢাকার একটি বাজার
ঢাকার একটি বাজার

যেসব পণ্য প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে, সেগুলো হলো:

  • তীর ব্র্যান্ডের সরিষার তেল
  • জিবি ব্র্যান্ডের সরিষার তেল
  • পুষ্টির সরিষার তেল
  • রূপচান্দার সরিষার তেল
  • সান ব্র্যান্ডের চিপস
  • আরা ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • আল সাফি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • মিজান ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • মর্ণ ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার
  • আর আর ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • দিঘী ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
  • প্রাণের লাচ্ছা সেমাই
  • ডুডলি ব্র্যান্ডের নুডলস
  • টেস্টি তানি তাসকিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার
  • প্রিয়া সফট ড্রিংক পাউডার
  • ড্যানিশ ব্র্যান্ডের হলুদের গুড়া
  • প্রাণের হলুদের গুড়া
  • ফ্রেস ব্র্যান্ডের হলুদের গুড়া
  • এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুড়া
  • প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার
  • ড্যানিস ব্র্যান্ডের কারী পাউডার
  • বনলতা ব্র্যান্ডের ঘি
  • পিওর হাটহাজারির মরিচের গুড়া
  • মিষ্টিমেলার লাচ্ছা সেমাই
  • মধুবনের লাচ্ছা সেমাই
  • মিঠাই এর লাচ্ছা সেমাই
  • ওয়েল ফুডের লাচ্ছা সেমাই
  • এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ
  • মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ
  • কিং ব্র্যান্ডের ময়দা
  • রূপসা ব্র্যান্ডের দই
  • মক্কা ব্র্যান্ডের চানাচুর
  • মেহেদি ব্র্যান্ডের বিস্কুট
  • বাঘাবাড়ী স্পেশালের ঘি
  • নিশিতা ফুডসের সুজি
  • মধুযুলের লাচ্ছা সেমাই
  • মঞ্জিল ফুডের হুলুদের গুড়া
  • মধুমতি ব্র্যান্ডের আয়োডিন যুক্ত লবণ
  • সান ব্র্যান্ডের হলুদের গুড়া
  • গ্রীনলেনের মধু
  • কিরণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
  • ডলফিন ব্র্যান্ডের মরিচের গুড়া
  • ডলফিন ব্র্যান্ডের হলুদের গুড়া
  • সূর্য ব্র্যান্ডের মরিচের গুড়া
  • জেদ্দা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
  • অমৃত ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
  • দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ
  • তিনতীরের আয়োডিনযুক্ত লবণ
  • মদিনা, স্টারশীপের আয়োডিনযুক্ত লবণ
  • তাজ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ
  • নূর স্পেশালের আয়োডিন যুক্ত লবণ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11