জাপানে ইফতার মাহফিলের আয়োজন করেছে অলাভজনক সেবামূলক সামাজিক সংগঠন সাকুরা জেবি ফাউন্ডেশন।
রোববার রাজধানী টোকিওর পার্শ্ববর্তী মাৎসু্দু শহরের একটি হলে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
এসময় সংগঠনটির চেয়ারম্যান সাকুরা মাসুদ জাপানে বসবাসরত সবার সহযোগিতায় বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চায় বলে জানিয়েছেন। এসময় সংগঠনটির ভবিষ্যত পরিকল্পনার পাশাপাশি আসন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মাৎসুদু শহরের কাউন্সিলর ও জাপান বিএনপি’র সাধারণ সম্পাদক রেজা মীরের সহধর্মিনী জাপানী নাগরিক মীর কাজুয়ে, জাপান বিএনপি’র সাধারণ সম্পাদক রেজা মীর, আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন সংগঠন আই এম জাপানের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক কাজুও ৎসুবোতা এবং ব্যবসায়ী মাসুম জাকিরসহ আরো অনেকে।
আব্দুল্লাহ আল মামুন/১৮ মে, ২০১৯/মামুন