Site icon দ্বিপ্রহর ডট কম

স্বাচিপ’র জাপান শাখার কমিটি অনুমোদন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জাপান শাখার কমিটি অনুমোদন দিয়েছে স্বাচিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

গত ৩০এপ্রিল মঙ্গলবার ২১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুসরণ করে আগামী ৩ (তিন) মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির আহবায়ক হিসেবে ডা. আব্দুল্লাহ আল মাসুদ খান (টুটুল) এবং সদস্য সচিব হিসেবে ডা. মো. মারুফ হক খানকে দায়িত্ব দেওয়া হয়। স্বাচিপের দপ্তর সম্পাদক ডা. মো. এহসান উদ্দিন খান স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেন স্বাচিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও মহাসচিব।

অনুমোদিত কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পান, ডা. ওমর ফারুক জুয়েল, ডা.মিঠুন সাহা, ডা. শাহরিয়ার মো. সামস (সামি) , ডা. তাজবীর আহমেদ (সাজিদ) এবং ডা. সালমান মাহমুদ সিদ্দিকী রাফসান। এছাড়াও আরও ১৪ জন সদস্যকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য যে, এই আহবায়ক কমিটির সদস্যরা জাপানে উচ্চশিক্ষার পাশাপাশি বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রে তাদের গবেষণা ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটাতে সদা সচেষ্ট।

স্বাচিপ, জাপান শাখা’র মূলমন্ত্র হচ্ছে, বাঙালি জাতীয়তাবাদ, স্বাধীনতার চেতনা ও বাংলাদেশের স্বাস্থ্যখাতের আধুনিকায়ন।

বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বাচিপ কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষিত সকল কর্মসূচি- জাপানে যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে স্বাচিপ, জাপান শাখা বদ্ধপরিকর।

জাপানে অবস্থানরত বাংলাদেশী চিকিৎসকদের সমন্বয়ে একটি ‘চিকিৎসা গবেষণা সেল’ তৈরি করণ।

জাপানে উচ্চতর শিক্ষা ও ট্রেনিং এ আগ্রহী বাংলাদেশী চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।

বাংলাদেশের বিভিন্ন জেলায় চিকিৎসাক্ষেত্রে পরিচালিত গবেষণা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা এবং মতামত প্রদান।

ভিডিও ও টেলি-কনফারান্সের মাধ্যমে নিয়মিত জার্নাল ক্লাব পরিচালন।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের বিভিন্ন দিক উপস্থাপন এবং আধুনিক চিকিৎসাশাস্ত্রের সর্বশেষ তথ্য অবহিতকরণ।

‘পোস্টগ্রাজুয়েট ট্রেনিং ও গবেষনার ক্ষেত্রে’ বাংলাদেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জাপানী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা চুক্তির সুযোগ সৃষ্টিকরণ।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের পরিবার তথা নিকটাত্মীয়দের সুচিকিৎসায় মুল্যবান পরামর্শ ও জরুরি প্রয়োজনে সহায়তা প্রদান।

চিকিৎসা ক্ষেত্রে জাপানী বিনিয়োগ বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সহায়তার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ দূতাবাস,জাপান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে কার্যক্রম পরিচালন।

বাংলাদেশে আয়োজিত ‘আন্তর্জাতিক মেডিক্যাল কনফারেন্স / সেমিনার’-এ জাপানী প্রথিতযশা চিকিৎসক ও গবেষকদের অংশগ্রহণ নিশ্চিতকল্পে দেশীয় বিভিন্ন মেডিক্যাল সোসাইটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।

আহবায়ক ডা. আবদুল্লাহ আল মাসুদ খান (টুটুল) ‘স্বাচিপ, জাপান শাখা আহবায়ক কমিটি’র’ অনুমোদন প্রদান করায় সকল সদস্যদের পক্ষ হতে- স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ সহ সকল সম্মানিত চিকিৎসক নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তি

Exit mobile version