1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ | দ্বিপ্রহর ডট কম
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২ জুন, ২০১৯
  • ৬৯৭ বার পঠিত
ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন প্যারিসের এক নারী।

সাও পাওলোর পুলিশ বলছে, যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল একটি হোটেলে।

প্যারিসের ওই হোটেলে নেইমারের দল পিএসজির খেলোয়াড়েরা অবস্থান করছিলেন।

যদিও এখন পর্যন্ত নেইমার কিংবা তার কোনো প্রতিনিধির কাছ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নেইমার এখন ব্রাজিলে কোপা আমেরিকার জন্য গঠিত দেশটির জাতীয় দলের সাথে প্রশিক্ষণে রয়েছেন।

অভিযোগে কী বলা হয়েছে?

অভিযোগকারী নারীর নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।

তবে পুলিশের ডকুমেন্টস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর সাথে নেইমারের পরিচয় হয়েছিল ইন্সটগ্রামে।

পরে নেইমার ওই নারীকে প্যারিসে তার সাথে দেখা করার প্রস্তাব দেন।

তিনি ওই নারীকে ব্রাজিল থেকে প্যারিসের আসার জন্য একটি বিমান টিকেট পাঠান এবং প্যারিসের ওই হোটেলে তার জন্য রুম রিজার্ভেশন নিশ্চিত করেন।

ওই নারীর অভিযোগ, গত ১৫ই মে নেইমার যখন হোটেলে ফিরেন তখন তিনি ‘আপাতদৃষ্টিতে মাতাল’ ছিলেন।

নেইমার
নেইমার

হোটেলে এসেই তিনি ওই নারীর সাথে কিছু কথা বলে তাকে জড়িয়ে ধরেন।

“এক পর্যায়ে নেইমার আগ্রাসী হয়ে ওঠেন এবং জোর করেই ওই নারীর সম্মতি ছাড়াই তাকে যৌনতায় বাধ্য করেন।”

দুদিন পর ওই নারী ব্রাজিলে ফিরে যান, যদিও যাওয়ার আগে ফরাসি পুলিশের কাছে তিনি কোন অভিযোগ করেননি।

তার দাবি, “ওই ঘটনায় তিনি ছিলেন হতবিহবল, আর অন্য দেশে এ ধরণের অভিযোগ করার বিষয়ে তিনি ভয় পাচ্ছিলেন।”

নেইমারের বাবা কী বলছেন?

নেইমারের বাবা নেইমার দস সান্তোস ব্রাজিলের একটি টিভিকে শনিবার বলেছেন, “এটা পরিষ্কার যে ওটা ছিলো একটা ফাঁদ।”

“জনমনে বিষয়টি পরিষ্কার না হলে নেইমারের হোয়াটসঅ্যাপ এবং সেখানে ওই মেয়ের সাথে নেইমারের কথোপকথন আমরা দেখাবো।”

কোপা আমেরিকার জন্য প্রস্তুত নেইমার?

২৭ বছর বয়সী ফুটবল তারকা সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ভঙ্গ জনিত কারণে জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন।

গত মাসে একজন ফ্যানকে আঘাত করার ঘটনায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ তাকে তিনমাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

এছাড়া ড্রেসিং রুমেও বিপত্তির জন্ম দিয়েছেন তিনি।

দক্ষিণ আমেরিকার ন্যাশনাল টিম চ্যাম্পিয়নশিপ -কোপা আমেরিকা- শুরু হবে ব্রাজিলে আগামী ১৪ই জুন।

একই গ্রুপের অন্য দলগুলো হলো – বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরু।

তবে গত মঙ্গলবার হাঁটুর আঘাতে ট্রেনিং বন্ধ করতে বাধ্য হয়েছেন নেইমার, যদিও মনে করা হচ্ছে ইনজুরিটা খুব মারাত্মক কিছু হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11