Site icon দ্বিপ্রহর ডট কম

বিশ্বকাপের পয়েন্ট তালিকার চেহারা এখন কী দাঁড়াল

বিশ্বকাপের পয়েন্ট তালিকার চেহারা এখন কী দাঁড়াল

৭ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের পথে টিকে থাকতে হলে পরের দুই ম্যাচেও জয় প্রয়োজন বাংলাদেশের

বিশ্বকাপটা জমিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য শ্রীলঙ্কার। ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে একঘেয়ে হয়ে ওঠার শঙ্কায় পড়া বিশ্বকাপের প্রাণ এনে দিয়েছে দলটি। সে সুবাদে বাংলাদেশসহ আরও বেশ কটি দল সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারছে।

সাত ম্যাচ খেলে সাত পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। কাল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে পয়েন্ট টেবিল বেশ পরিষ্কার একটি চেহারা পেয়ে যাবে। এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে রয়েছে আট দলেরই। শুধু দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানই দর্শক হয়ে কাটাবে বিশ্বকাপ।

বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল

দলম্যাচপয়েটরান রেট
নিউজিল্যান্ড১১১.৩০৬
অস্ট্রেলিয়া১০০.৮৪৯
ভারত০.৮০৯
ইংল্যান্ড১.৪৫৭
বাংলাদেশ-০.১৩৩
শ্রীলঙ্কা-১.১১৯
পাকিস্তান-১.২৬৫
ওয়েস্ট ইন্ডিজ০.১৯
দক্ষিণ আফ্রিকা-০.৩২৪
আফগানিস্তান-১.৬৩৪
Exit mobile version