Site icon দ্বিপ্রহর ডট কম

বিশ্বের ১৩৯টি দেশের প্রতিনিধির অংশ গ্রহণে মক্কা ডকুমেন্ট সাক্ষরিত

বিশ্বের ১৩৯টি দেশের প্রতিনিধির অংশ গ্রহণে মক্কা ডকুমেন্ট সাক্ষরিত

২৭ মে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ‘Muslim World League’ এর উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আসা ইসলামি বিশেষজ্ঞগণ অংশ গ্রহণ করেন।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির মতে, ‘বিশ্বের ১৩৯ টি দেশের ১,২০০ জন ইসলামি বিশেষজ্ঞগণ এই অনুষ্ঠানে যোগ দান করেন এবং সেখানে তারা সিনিয়র মুফতিদের মতামতের ভিত্তিতে ইসলামি উপাদান সমৃদ্ধ বিভিন্ন নীতি এবং আইনের অনুমোদন করেন যাকে মক্কা ডকুমেন্টস বলে অভিহিত করা হচ্ছে।’

বিশ্বের ১,২০০ জন মুসলিম বিশেষজ্ঞ ঐক্যমত্যের ভিত্তিতে মক্কা ডকুমেন্টস নামের এই নথির মাধ্যমে ইসলাম ভীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা এবং সহ অবস্থানের বিষয়ে একমত পোষণ করেন।

সৌদি প্রেস এজেন্সির জানিয়েছে যে, মক্কা ডকুমেন্টে কে বলা হচ্ছে- ‘ইসলামিক দেশে সমূহের বিভিন্ন ধর্মের অনুসারী, সংস্কৃতি এবং বর্ণের মধ্য সহ অবস্থান এবং মানব জাতির শান্তি এবং সমৃদ্ধি অর্জনের অন্যতম সংবিধান।’

মক্কা ডকুমেন্টস এ প্রতিবেশী দেশ সমূহের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানের আয়োজক সৌদি আরব এবং তার মিত্র দেশ সমূহ একই সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন ইয়েমেন, লিবিয়া, সুদানে অশান্তি সৃষ্টির জন্য দায়ী এবং একই সাথে তারা কাতারের বিরুদ্ধের আকাশ, সমুদ্র এবং স্থল নিষেধাজ্ঞা দেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।

মক্কা ডকুমেন্টস এ আরো বলা হয়, ‘মানব সমাজে ধর্মীয় এবং সংস্কৃতি গত বৈচিত্র্য কখনো একে অন্যের সাথে সংঘাতের বৈধতা দেয় না।’

মক্কা ডকুমেন্টে একই সাথে ‘ভুল ব্যাখ্যার মাধ্যমে রাজনীতিতে ধর্মের সংযুক্ত করণের বিষয় প্রত্যাখ্যান করা হয়।’

সূত্র: মিডেলইস্টমনিটর ডট কম।

Exit mobile version