ভারতের কাছে হারের পরই একের পর এক কটূক্তি ভেসে আসছে পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশ্যে। মুখ খুলছেন সাবেক তারকারা। পাশাপাশি সংবাদমাধ্যমেও শুরু হয়েছে সমালোচনার ঝড়।
এমন এক প্রেক্ষাপটে দলের প্রতিভাবান বোলার মোহাম্মদ আমিরের অনুরোধ, ‘প্লিজ, গঠনমূলক সমালোচনা করুন। কটূক্তি করলে আমাদের উপর চাপ বাড়বে। এই মুহূর্তে সকলের সহযোগিতাই কাম্য।’ আরেক ক্রিকেটার শোয়েব মালিকের মন্তব্য, ‘ক্রীড়াবিদদের সম্মানরক্ষার দায়িত্ব সকলের। ভুললে চলবে না, ক্রিকেটাররাও মানুষ। তাদেরও পরিবার রয়েছে।’