Site icon দ্বিপ্রহর ডট কম

ছেলেকে গুলি করল মা

ছেলেকে গুলি করল মা

বৌকে ভয় দেখাতে গিয়ে ছেলেকে গুলি করল মা। এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ভারতের পশ্চিমবঙ্গের  হাওড়ার গোলাবাড়িতে। গুলিবিদ্ধ মনোজ শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে মনোজ দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে যান। অভিযোগ, সেসময় তার মা রেনু শর্মা একটি বন্দুক গিয়ে তার বৌমাকে ভয় দেখানোর চেষ্টা করেন। তখনই ঘটে যায় বিপত্তি।

আচমকাই বন্দুক থেকে গুলি ছিটকে যায়। সামনে মনোজ দাঁড়িয়ে থাকায়, গুলি ফুঁড়ে যায় তার শরীর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ অভিযুক্ত রেনু শর্মাকে গ্রেফতার করেছে। জিনিউজ।

Exit mobile version