Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জাপানের টোকিওতে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন, জাপান।

রোববার রাজধানী টোকিওর একটি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

সকল ভেদাভেদ ভুলে ইফতার মাহফিলে বাংলাদেশি প্রায় তিন শতাধিক লোকের সমাগম হয়। শতস্ফুর্তভাবে সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ভবিষ্যতেও সবার সহযোগিতার পাশাপাশি এমন অংশগ্রহণ কামনা করেন তিনি। পাশাপাশি ফরিদপুর তথা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার কথাও জানান।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা নাসিরুল হাকিম, সালেহ মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লাসহ বাংলাদেশ কমিউনিটির আরো অনেকে।

আব্দুল্লাহ আল মামুন/জাপান, টোকিও/ ০৩ জুন, ২০১৯

Exit mobile version