নিজস্ব প্রতিবেদক: নাচ-গান-খেলা এবং কুইজ প্রতিযোগিতায় হয়ে গেলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ঈদ পূর্ণমীলনীঅনুষ্ঠান।
রোববার বিকেলে রাজধানী টোকিওর পার্শ্ববর্তী সায়তামা শহরের ওয়ারাবীতে এ ঈদ পূর্ণমীলনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এতে তিনটি পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে ছিল বাংলাদেশি সব মজাদার খাবারের সমারোহ। দ্বিতীয় পর্বে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। তৃতীয় পর্বে ছিল শুভেচ্ছা বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানের প্রধান আয়োজক নুসরাত লোপার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেসমিন সুলতানা কাকলী, ববিতা পোদ্দার এবং তানিয়া মিথুন।
এছাড়াও পুরুষ এবং মহিলারা বিভিন্ন রকম প্রতিযোগিতার অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
মিজানুর রহমান এবং নুসরাত লোপার উপস্থাপনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, তানিজা শারমিন সেবু এবং সুমি।
উপস্থিত ছিলেন, কাজী এনসানুল হক, সানি, সনদ বড়ুয়া, সোহেল রানা, মনি ঠাকুর, রেজা মীর, টুলুসহ আরো অনেকে।
অনুষ্ঠানের খাবার এবং অন্যান্য আয়োজনে ছিলেন, আতিকুল হায়দার দেলোয়ার হোসেইন, মুক্তার আলী, নজরুল ইসলাম এবং শামীম মজুমদার।
১৭ জুন, ২০১৯/সায়তামা, জাপান