Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে রাস্তায় খাদ্যগ্রহণে নিষেধাজ্ঞা

জাপানে রাস্তায় খাদ্যগ্রহণে নিষেধাজ্ঞা

জাপানের একটি শহরে রাস্তায় চলাফেরার সময় খাদ্যগ্রহণের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

টোকিওর দক্ষিণের শহর কামাকুড়ার সম্প্রতি এই আইন প্রণয়ন করা হয়েছে। ২০১৮ সালে এই শহরে ২০ মিলিয়নেরও বেশি পর্যটক আসেন। এই বিপুল পরিমাণ পর্যটকের কারণে শহরটি নোংরা হয়ে যায়। প্রায় সময়েই পর্যটকদের দেখা যায় খাবার হাতে নিয়ে রাস্তায় চলাফেরা করতে।

এই নির্দেশনাটি শহরের বিভিন্ন জায়গায় নাগরিকদের চোখে পড়ে এমন স্থানে লাগিয়ে দেয়া হয়েছে। সাইনবোর্ডে লেখা থাকে- ‘নো ইটিং হোয়াইল ওয়াকিং’

তবে জাপান সরকার কেউ পথ চলতে চলতে খাবার খেলে কোনো জরিমানার ব্যবস্থা রাখেনি। তাদের ভাষ্য এটি শুধুমাত্র ভদ্রতার বিষয়।

Exit mobile version