1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি, জাপানের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি, জাপানের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৯২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি (বিপিএস),জাপান ও পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানী টোকিওর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার মাধ্যমে এই কমিটির আত্মপ্রকাশ করেন।

জানা গেছে, শিক্ষাবৃত্তি নিয়ে জাপানে আসা বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রী যারা উচ্চ শিক্ষা শেষে অভিবাসী প্রক্রিয়ায় জাপানে স্থায়ী হয়েছেন, কর্মক্ষেত্রে জাপানে নানা প্রতিকুলতা পেড়িয়ে মুলধারায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ইন্জিনিয়ার, রিসার্চার, বিজ্ঞানী, কনসাল্টেন্ট যারা পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন তাদের সংগঠন, বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি (বিপিএস), জাপান। সংগঠনটির প্রাথমিক প্রাথমিক সদস্য সংখ্যা ১১৮ জন।

মোটামোটি নিজেদের মধ্যে যোগাযোগ, নিজেদের কর্মক্ষেত্রের অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা সেই মহতী প্রচেষ্টার ফসল হচ্ছে বিপিএস।

নতুন এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র শিপ সার্ভেয়ার এবং অডিটর ড: কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক রিসার্চার ড: সায়েদ জামান।

উপদেস্টা হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড: নাজমুল আহসান এবং গুন্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড: জাকির হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি টেকনিক্যাল কনসালটেন্ট ড: আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈয়দ হোসেন আহমদ, কোষাধক্ষ অর‌াকলের পরিচালক আসাদ জামান , সদস্য পদে অসীমানন্দ মল্লিক, ড: সাব্বির আলম, ড: খলিলুর রহমান এবং ড: শরবানু দাস।

প্রাথমিকভাবে ড: সায়েদ জামান (লিংকন) ও কজন সমমনা বন্ধু মিলে এরকম একটি সমিতি প্রতিষ্ঠার ভাবনা থেকে বিপিএস’র গোড়াপত্তন।

উল্লেখ্য, বিপিএস ২০১৭ সাল থেকে প্রবাসী প্রফেশনাল বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে।

সরকারের উদারনীতির কারনে বর্তমানে জাপান বিদেশীদের জন্য একটি আকর্ষনীয় দেশ। দেশটির শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা অতি উন্নত হওয়াতে অনেক প্রফেসনাল বাংলাদেসী জাপানে স্থায়ীভাবে বসবাস করছে। জাপানে বসবাসের জন্য বিদেশীদের প্রধান সমস্যা ইংরিজীতে তথ্যের অপ্রতুলতা।এ ব্যাপারে বিপিএস ইনফর্মেশন টিম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বাংলাদেশী কমিউনিটির সবার জন্য উন্মুক্ত করবে পাশাপাশি প্রবাসীদের সন্তানদের পড়াশুনার ব্যাপারে বিপিএস এডুকেশান ফোরাম কাজ করবে। কার্যনির্বাহী কমিটি জাপানের সব প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করার আশাবাদ প্রত্যাশা করেন।

২৯ জুন, ২০১৯/টোকিও, জাপান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11