1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
ভাগ্নেকে ফিরে পাওয়ার পর সোহেল তাজ - 'আর কোন পরিবারের সঙ্গে যেন এমনটা না হয়' | দ্বিপ্রহর ডট কম
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

ভাগ্নেকে ফিরে পাওয়ার পর সোহেল তাজ – ‘আর কোন পরিবারের সঙ্গে যেন এমনটা না হয়’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৭৪৭ বার পঠিত
ভাগ্নেকে ফিরে পাওয়ার পর সোহেল তাজ - 'আর কোন পরিবারের সঙ্গে যেন এমনটা না হয়'

এগারো দিন পরে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার নিখোঁজ ভাগ্নেকে ফিরে পাওয়ার পর বলছেন, এমনটা যেন আর কোন পরিবারের সঙ্গে না হয়।

আজ ভোরে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে পুলিশি প্রহরায় ঢাকায় নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকায় সাংবাদিকদের সামনে মিস্টার তাজ বলেন, “আমাদের নিজেদের সাথে এমনটা হয়েছে। কেউ নিখোঁজ হলে তার পরিবারের ওপর দিয়ে কী অবস্থা যায় আমরা জানি। এই মানসিক যন্ত্রণা কোন মানুষের জন্য কাম্য হতে পারে না।”

এতদিন ধরে একটা অনিশ্চয়তার ওপর ভর করে অপেক্ষা করতে হয়েছে সৌরভের পুরো পরিবারকে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এক ফেসবুক লাইভেও তিনি এ কথা জানান।

সেখানে তিনি বলেন, “এই কয়দিন তো আমাদের অনুভূতি বলতে কিছুই ছিল না। খাওয়া দাওয়া নেই। কোন ঘুম নেই।”

“কখন কল আসবে, ওর গলা শোনা যাবে কি-না। এই ভেবে দিনরাত অপেক্ষা করে গেছি। এটা একটা বিষাক্ত অনুভূতি। বিষ খেলেও মনে হয় মানুষের এই কষ্ট হয় না।”

সৌরভকে
পরিবারের অভিযোগ সৌরভকে ৯ই জুন অপহরণ করা হয়েছে।

এসময় সৌরভের মা বলেন, অন্য কোন বাবা-মাকে যেন এই ‘বিভীষিকাময়’ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়।

পুলিশের দাবি, অপহরণকারীরা সৌরভকে তারাকান্দার উপজেলার বটতলা বাজার এলাকার একটি রাইস মিলের কাছে গাড়ি থেকে ফেলে রেখে যায়।

এ সময় ফ্যাক্টরির কয়েকজন কর্মচারী সৌরভকে দেখতে পেয়ে তার পরিবারের কাছে ফোন করে বিষয়টি জানায়।

এরপর পরিবারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে সৌরভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

উদ্ধারের সময় মিস্টার সৌরভ শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

সেখান তিনি সৌরভকে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ও গোসলের ব্যবস্থা করেন। এরপর পুলিশি নিরাপত্তায় ঢাকার পথে রওনা দেন তিনি।

এ ব্যাপারে গণমাধ্যমের সামনে সোহেল তাজ বলেন, “সৌরভের অবস্থা ভাল ছিল না। আমি যতটুকু জেনেছি যে তাকে চোখ বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে।”

“ওর গায়ে কোন জামা ছিল না, খালি পায়জামা পরা ছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। তবে আমরা ওকে অক্ষত অবস্থায় পাচ্ছি এটাই বেশি।”

সোহেল তাজ।
সকালেই সৌরভের উদ্ধারের খবর ফেসবুক লাইভে নিশ্চিত করেন সোহেল তাজ।

তবে সৌরভকে এতদিন কারা, কোথায়, কী অবস্থায় রেখেছে – সাংবাদিকদের এমন প্রশ্নের কোন উত্তর দিতে রাজী হননি সোহেল তাজ।

তিনি বলেন, “আপনারা বুঝতে পারছেন সে যেখানেই ছিল, নিশ্চয়ই শান্তিতে ছিল না। ও আমাকে আভাস ইঙ্গিত করেছে যে ওর কী দুরবস্থা ছিল।”

“মানে আপনারা বুঝতে পারছেন ওর মানসিক অবস্থাটা, একেবারে বিধ্বস্ত। এখন ওর ওপরে কোন চাপ প্রয়োগ করা যাবে না। তো আমরা এই বিষয়ে আলাপ করব না।”

গত ৯ই জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৈয়দ ইফতেখার আলম সৌরভ অপহৃত হন।

ওই দিন রাতে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে শনিবার সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তার ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন।

সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নতুন নয়।

কয়েকদিন আগে সৌরভের বাবা মাকে নিয়ে একটি সংবাদ সম্মেলন সোহেল তাজ এক লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, এর আগে ১৬ই মে তারিখে আরও একবার চোখ বেঁধে ঢাকার বনানীর এক বন্ধুর বাসা থেকে সৌরভকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

২৪ ঘণ্টা পর একটি ফর্মে সই নিয়ে ফেরতও দিয়ে যাওয়া হয়। কারা এর পেছনে জড়িত সেটি তারা জানেন বলেও দাবি করছেন তিনি।

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নতুন নয়।

তবে দেশটির সাবেক একজন প্রতিমন্ত্রী, যার সাথে ক্ষমতাসীন দলের যোগাযোগ দীর্ঘ দিনের, সেরকম কোন ব্যক্তির রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ বিরল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11