এক মার্কিন তারকা অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি হ্যাকার ফাঁস করে দেওয়ার হুমকি দেন। এরপর ওই হলিউড অভিনেত্রী নিজেই নিজের সেই নগ্ন ছবি ফাঁস করে দেন। ছবি ফাঁসের হুমকি দেওয়া হ্যাকারের সঙ্গে তাঁর চ্যাট করার একটি স্ক্রিনশটও জুড়ে দেন তিনি।
আজব কাণ্ড করে বসা ২১ বছর বয়সী ওই গায়িকা, মডেল ও অভিনেত্রীর নাম বেল্লা থর্ন।
সিএনএনের খবরে বলা হয়েছে, সম্প্রতি টুইটারে মডেল ও অভিনেত্রী বেল্লা থর্ন নিজের কিছু নগ্ন ছবি প্রকাশ করেন। ফাঁস করা ছবির একপাশে ছবি ফাঁসের হুমকি দেওয়া হ্যাকারের সঙ্গে তাঁর চ্যাট করার স্ক্রিনশটও জুড়ে দেন তিনি।
নিজের এমন ছবি কেন ফাঁস করে দিলেন, এ ব্যাপারে বেল্লা থর্ন বলেন, ‘২৪ ঘণ্টা ধরে এক হ্যাকার আমার ব্যক্তিগত নগ্ন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। ওই হ্যাকারকে শিক্ষা দেওয়ার জন্যই আমি নিজে এ কাজ করেছি।’
তবে এমন কাজ করে কিছুটা লজ্জিত মার্কিন অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা করার পর অনেক বাজে লেগেছে আমার কাছে। আমার মনে হয়েছে, সবাই দেখে ফেলেছে। আরও মনে হয়েছে যে, কেউ আমার কাছ থেকে এমন কিছু নিয়ে গেছে, যা বিশেষ কারও জন্য রাখতে চেয়েছিলাম।’
ওই হ্যাকারকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে টুইটারে বেল্লা থর্ন লেখেন, ‘এটা আমার নিজের সিদ্ধান্ত। এখন তুমি আমার থেকে আর কিছু কেড়ে নিতে পারবে না। আজ রাতে আমি শান্তিতে ঘুমোতে পারব। কারণ, আমি আমার ক্ষমতা পুনরুদ্ধার করেছি। তুমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কখনই পারবে না।’
বেল্লা থর্নের প্রকাশিত স্ক্রিনশটে দেখা যাওয়া হ্যাকারের নম্বরে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন। তবে ওই হ্যাকার কোনো সাড়া দেননি।
হলিউডের তারকাদের ব্যক্তিগত অনেক কিছুই প্রায়ই হ্যাকারদের খপ্পরে পড়ে। হ্যাকাররা তারকাদের ফোন, কম্পিউটার বা সামাজিক যোগাযোগের মাধ্যম হ্যাক করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য-ছবি হাতিয়ে নেন। পরে সেগুলো প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেন। অর্থ না পেলে বা অনেক সময়ই অর্থ পকেটে পোরার পরও সেই ছবি বা তথ্য ফাঁস করে দেন। এতে অনেক তারকারই ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিপর্যয়ের শিকার হন।