1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
রাজনৈতিক প্রতিহিংসার শিকারের অভিযোগ করেছেন ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি | দ্বিপ্রহর ডট কম
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

রাজনৈতিক প্রতিহিংসার শিকারের অভিযোগ করেছেন ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৮১৪ বার পঠিত

রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ বাবু।সম্প্রতি একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে তার নামে যে চুরির এবং ছিনতাই এর ঘটনা ঘটেছে ,তা ভুল ব্যাখ্যা করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি তিনি বিবেক বার্তার ব্রাহ্মনবাড়ীয়ার প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকারে এসব অভিযোগ করে তিনি। বাবু বলেন , মীর মাসুদুর রহমান সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ ছিল, দ্বন্দের সুত্রপাত হয় বাঞ্ছারমপুর এবং হোমনা জেলাকে সংযোগ স্থাপন কারি ওয়াই ব্রিজে ।

যেকোন কারনবশত সে এবং তার কিছু সহযোগি মিলে আমি এবং আমার সাথে ঘুরতে যাওয়া সবার সাথে মারামারি হয় ,সেখানে তার ছেলেরা আমাদের মেরে ওয়াই ব্রিজ থেকে তাড়িয়ে দেয়,যেহেতু আমি মাইর খেয়েছি তাই আমার মধ্যে একটা রাগ কাজ করেছিল ।

আমি তাকে মনেমনে খুজতেছিলাম সেইদিন বিকেলে তাকে আমি রাস্তা দিয়ে অটোরিক্সায় যাওয়ার পথে পেয়ে তাকে কয়েকটা চড়-থাপ্পর দেই এটা সত্য কথা কিন্তু তার পাশে থাকা তার স্ত্রী গায়ে হাত দেওয়াত দূরের কথা আমি জানিই না সে বিবাহিত এবং পাশে বসা তার স্ত্রী।

পরে জানলাম সে আমাদের পাশের গ্রাম পূবাহাটি বিবাহ করেছে, তার পাশে তার স্ত্রী বসা ছিল।সে আমার যত বড় শত্রুই হোক না কেন আমি তার স্ত্রীর সামনে তার গায়ে হাত তুলতাম না।তার জন্য আমি ক্ষমাপ্রার্থি।

তাছাড়া আমার বিরুদ্ধে যে মোবাইল ছিনতাই এবং স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে তা বানোয়াট এবং মিথ্যা কথা।

আমি অল্পকিছু দিন হয় আমি ছাত্রলীগের সভাপতি হয়েছি ছাত্রলীগের নাম জড়িয়ে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তা অবশ্যই নিন্দনীয়।

তিনি আরো বলেন, আমি অপরাধ করলে এলাকার মুরুব্বি আছে মেম্বার চেয়ারম্যান আছে আমার বিচার চাইত তা না করে আমার বিরুদ্ধে, প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে জড়িয়ে যা লেখালেখি হয়েছে তাতে আমি আসলেই ব্যথিত।

উপজেলা ছাত্রলীগের সভাপতি,ইন্জিনিয়ার জুয়েল আহমেদ ,সাধারন সম্পাদক
মোঃ আলাউদ্দিন সরকার এর কাছে আমার অনুরোধ ঘটনার সুষ্ঠ তদন্ত করে আমি দোষী হলে যে শাস্তি দেয় আমি মাথা পেতে নিব।

আরেকটা বিষয় এটা কোন প্রকার রাজনৈতিক সংঘাত নয় এটা আমার ব্যক্তিগত দ্বন্দ ,আমি যেহেতু মানুষ আমার রাগ ,হিংসা ক্রোধ আছে তাই বলে আমার প্রানের সংগঠন ছাত্রলীগ নিয়ে অপপ্রচার করবে সেটা কখনো গ্রহণযোগ্য নয় ।

সবাইকে অপপ্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করতেছি। কারন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন নিয়ে কেউ হাসি তামাশা করুক আমি তা চাই না প্রয়োজনে আমি রাজনীতি করা ছেড়ে দেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11