একুশে পদক প্রাপ্ত সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরণে শোক সভা করেছে জাপান প্রবাসীরা। অনুষ্ঠানের আয়োজন করে জাপানে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একমাত্র শিশু সংগঠন ‘‘প্রবাস প্রজন্ম’’।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে শুরুতেই সুবীর নন্দীর স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনটির সদস্য সচিব রাহমান মনি।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের সার্বিক সহযোগিতায় ছিল, উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান।
নিয়াজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন, গোলাম মাসুম জিকো।
অনুষ্ঠানে সুবীর নন্দীকে স্মরণ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাংবাদিক, রাজনীতিবীদ, ব্যবসায়ী এবং প্রবাসী শিল্পীরা। এমসয় বাবার শোক সভায় ফোনে বাংলাদেশ থেকে কথা বলেন, মেয়ে ফালগুনী নন্দী।
আব্দুল্লাহ আল মামুন/১৬ জুন, ২০১৯/টোকিও, জাপান