নিজস্ব প্রতিবেদক: হোমনা-তিতাসে পেশি শক্তি ও সাধারণ মানুষের দূরত্ব ঘুছিয়ে আনা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-২ হোমনা-তিতাসের সাংসদ সেলিমা আহমাদ (মেরি)।
বৃহস্পতিবার বিকেলে জাপানের রাজধানী টোকিওর একটি হলে জাপান প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় এমন কথা জানান।
মেরি জানান, দীর্ঘ অর্ধশত বছর পর হোমনা-তিতাস উপজেলায় আওয়ামীলীগ ক্ষমতায় আসছে। অনেক কাজ করার সুযোগ আছে এখানে। এখন আমার এই দুই উপজেলায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।
সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, জাপান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য মোতালেব আয়ুবশাহ প্রিন্স, যুবলীগের সভাপতি বিএম শাজাহান, শাখায়াত হোসেন সাকু, এমডি আলাউদ্দিন, নুরুল আমিন রনি, জয় ইসলাম, পঙ্কজ কুমার দাস।
অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে ছিলেন, কামরুল ইসলাম শিপু এবং আশিকুল ইসলাম।
জাপান,টোকিও/২৯ জুন, ২০১৯