নিজস্ব প্রতিবেদক: জাপানের টোকিওতে নাচে-গানে, আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পূর্নমিলনী ও আনন্দ উৎসবের আয়োজন করেছে সজিব ওয়াজেদ জয় পরিষদ, জাপান।
গতকাল ৯ জুন, ২০১৯ রোজ রবিবার রাজধানী টোকিওর একটি হলে ঈদ পরবর্তী এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। ঈদ আনন্দ ও প্রবাসিদের একত্রিত হওয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি সাদেকুল আমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, রাইসুল ইসলাম রকি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপান আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম এধরনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান প্রতিবছর অব্যাহত রাখার আহ্বান জানান। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি ও তার অঙ্গ-সংগঠন।
উপস্থিত ছিলেন, জাপান আহ্বায়ক কমিটির যুগ্ন আহব্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, সদস্য মোতালেব আইয়ুব শাহ প্রিন্স, যুবলীগ সভাপতি বিএম শাজাহান, আহ্বায়ক কমিটির সদস্য এমডি আলাউদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, সহসভাপতি জহিরুল ইসলাম জয়, যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, হেলাল, সাংগঠনিক সম্পাদক রাজু, নাজমুল, সেচ্ছাসেবকলীগের সভাপিত নুরুল আমিন রনি, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি সোহেল খান, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস টিটু, জাপান মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক লাভলী মুস্তফাসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি তিনটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে ছিল আমন্ত্রিত অতিথিবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, তৃতীয় পর্বে পুরুস্কার বিতরন এবং খাওয়াদাওয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।