নিজস্ব প্রতিবেদক: মুলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে জাপানে বসবাসরত ধর্মপ্রাণ মুসল্লীরা।
জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বুধবার জাপানের মসজিদে মসজিদে এবং খোলা মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করে জাপানে বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা। নামাজ শেষে বিশেষ দোয়া করা হয়।
এর আরগে বুধবার সকাল থেকে প্রত্যেক মসজিদের সামনে এসে লাইনে দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করে। নামাজের পূর্বে ফিতরা আদায় করে নেন তারা। এবছর জাপানে জনপ্রতি ফিতরা ধরা হয়েছে ১৫০০ জাপানিজ ইয়েন।
নামাজ শেষে মুসলমান ভাইয়েরা একে অপরের সাথে কোলাকোলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করে। এছাড়াও ঈদ উপলক্ষে বিদেশের মাটিতে দীর্ঘ সময়ের পর অনেকের সাথে দেখা হওয়ায় একে অপরের কুশল বিনিময় করে।
আব্দুল্লাহ আল মামুন/টোকিও/০৫ জুন, ২০১৯/