ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। রোববার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলাটি শুরু হবে।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে ব্যাকফুটে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চাপে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সেরাটা উজার করে দিতে পারলে জয়ে বিশ্বকাপ শুরু সম্ভব টাইগারদের।
লন্ডনের কেনিংটন ওভালের এ মাঠে সাধারণত সুবিধা পেয়ে থাকেন ব্যাটসম্যানরা। এ ম্যাচেও ব্যাটিং সহায়ক উইকেট থাকার সম্ভাবনা বেশি।
এ মাঠে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রান করেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হয়েছে এ মাঠে। সেখানে প্রথম ইনিংসে ৩১১ রান তুলেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা যে উইকেটে খেলেছে, সেই পিচেই খেলা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, অ্যাডাম মার্কওরাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভেন ডার ডাসুন, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনজিডি এবং ইমরান তাহির।