নিজস্ব প্রতিবেদক: জাপানের প্রথম বাংলা অনলাইন পত্রিকা বিবেকবার্তার আয়োজনে বিবেক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে রাজধানী টোকিওর একটি হলে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে এ অনলাইন পত্রিকাটি।
গোলাম মাসুম জিকোর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন বাংলা ব্যান্ড দল ঝিঁঝিঁ পোকা ও তার বন্ধুরা। এতে শিশু শিল্পী হিসেবে গান পরিবেশনা করেন তনুতা ঘোষ
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, গল্পকার পিআর প্লাসিড। তিনি যেভাবে লেখক হয়ে উঠলেন এবং তার সংগ্রামী জীবনের বর্ণনা দেন। সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে তিনি জাপান প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় বিবেক বার্তার পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়, জাপানে কমিউনিটির পাশে সবসময় থেকে যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন রাজনীতিবীদ সালেহ্ মোহাম্মদ আরিফ। লেখা-লেখিতে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়, রবীন্দ্র গবেষক ও লেখক প্রবীর বিকাশ সরকারকে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে জাপানে তুলে ধরার কাজে যে দুটি সাংস্কৃতিক সংগঠন অবদান রেখে চলেছে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান ও স্বরলিপি কালচারাল অ্যাকাডেমী, টোকিও। এই দুটি সংগঠনকেও সম্মাননা দেওয় হয়। এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক হিসেবে সম্মাননা দেওয়া হয় নবগঠিত বাংলা ব্যান্ডদল ঝিঁঝিঁ পোকাকে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি নাজিম উদ্দীন, মোতালেব আয়ুবশাহ প্রিন্স এবং শতাব্দী মেহজাবিন ইরা।
আব্দুল্লাহ আল মামুন