টোকিওতে জাপান প্রবাসী কণ্ঠশিল্পী শাম্মী আক্তার বাবলীর প্রথম অডিও অ্যালবাম “নিরব আশা”র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি, জাপান।
রোববার বিকেলে জাপানের রাজধানী টোকিওর ওজি হোকতোপিয়ার স্কাই হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠঅন অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে দূর-দুরান্ত হতে শুভানুধ্যাইদের সমাগম ঘটে অনুষ্ঠানে ।
অনুষ্ঠানের শুরুতে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত ও সদ্য প্রয়াত দুই জন জাপান প্রবাসী, খুলনার গামাল হোসেন ও মুন্সীগন্জের নুর মোহাম্মদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দুই পর্বে আয়োজিত পুরো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলী’র উপর ভিডিও বায়োগ্রাফি, শুভেচ্ছা বক্তব্য ও মোড়ক উম্মোচন। দ্বিতীয় পর্বে ছিল শাম্মী আকতার বাবলী’র একক সঙ্গীতানুষ্ঠান।
ভিডিও বায়োগ্রাফিতে তুলে ধরা হয় শাম্মী আকতার বাবলী’র জীবনী ও সঙ্গীত নিয়ে এই পর্যন্ত পথ চলা। অডিও অ্যালবাম “ নিরব আশা”র মোড়ক উম্মোচন উপলক্ষে কলকাতা ও বাংলাদেশ হতে ভিডিও বার্তা পাঠান শাম্মী আখতার বাবলীর শুভাকাঙ্খীরা। ভিডিও বায়োগ্রাফী নির্মান করেন গোলাম মাসুম জিকো।
এর পর জাপানের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান শাম্মী আকতার বাবলীকে । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব আরিফ, মুন্সী খ আজাদ, কাজী ইনসানুল হক, খন্দকার আসলাম হিরা, ছালেহ মোহাম্মদ আরিফ, প্রবীর বিকাশ সরকার, নাসিরুল হাকিম, শরাফুল ইসলাম, রেনু আজাদ, সনদ বড়ুয়া , সুখেন ব্রম্ম, নাইম এবং ড. ইকবাল প্রমুখ।
কমিউনিটির পক্ষ থেকে শিল্পীকে ক্রেস্ট উপহার দেওয়া হয় কমিউনিটির সম্মানিত ব্যাক্তিদের হাত দিয়, তারাই সকলে মিলে
বহুল আখাঙ্খিত অ্যালবামের মোড়ক উম্মোচন করেন ।
অনুষ্ঠানটি শুরু হয় জনির উপস্থাপনার মধ্য দিয়ে, পরবর্তিতে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম মাসুম জিকো।
শিল্পী তানিয়া মিথুনের উপস্থাপনায় শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বে কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলীর শুদ্ধ গানের বিশুদ্ধ গায়কীতে হৃদয় নিংড়ানো সুরের মূর্ছনায় মোহবিষ্টাক্রান্ত আবহের তৈরী করে প্রতিটি গান। প্রতিটি গান দর্শকদের মন ছুয়ে যায়। এই সময় পুরো হল জুড়ে নামে আসে পিন পতন নিরবতা। সাবলীল উপস্থাপনা ও শাম্মীর সুললিত কণ্ঠের যাদুতে এই পর্বটি দারুন উপভোগ্য হয়।
কোলকাতার গোল্ডেন ভয়েস এন্টারটেইনমেন্ট থেকে “নীরব আশা” শীর্ষক এই সিডি’র সংগীত পরিচালনা করেছেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা করেছেন প্রবাসী বাংলাদেশী বিশিষ্ট ব্যাবসায়ী বাদল চাকলাদার এবং নাসিরুল হাকিম।
অনিমেষ বিজয় চৌধুরী, আবু সুফিয়ান জুয়েল এবং মাকে উৎসর্গীকৃত এই সিডিতে মোট আটটি রবীন্দ্র সংগীত গীত হয়েছে। বাংলাদেশ, কলকাতা ও জাপানে পাওয়া যাচ্ছে অডিও অ্যালবামটি।
আড়াই ঘন্টা ব্যাপী মনমুগ্ধকর অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন গোলাম মাসুম জিকো। সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন কাজী ইনসানুল হক, মোল্লা দেলোওয়ার, রতন, জনি ও রূমন।
শাম্মী আখতার বাবলী অনুষ্ঠান আয়োজনের জন্য জাপানের বাংলা কমিউনিটির কাছে কৃতজ্ঞতা জানান এবং সবার আশীর্বাদ কামনা করেন।
আগত আথিতিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন কণ্ঠশিল্পী শাম্মী আকতার বাবলী’র স্বামী আবু সুফিয়ান জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুতাবাসের কর্মকর্তাসহ জাপান প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, গৃহবধূ, শিশু-কিশোরসহ বাংলাদেশ কমিউনিটির অনেকে।
নোমান সৈয়দ
আশিকাগা সিটি, তোচিগি
ছবি সৌজন্যে: আব্দুল্লাহ আল মামুন